![]() |
বিশ্বরেকর্ড তুরস্কের |
পরিচ্ছন্ন বাতাসে শ্বাস নিতে সবুজায়নের অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেয় তুরস্কের কৃষি ও বনায়ন মন্ত্রণালয়। জাতীয় পর্যায়ের এই কর্মসূচির স্লোগান ছিলো ‘ভবিষ্যতের জন্য নিঃশ্বাস’। এতে দেশটির মন্ত্রী, রাজনীতিবীদ, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ এই কর্মসূচিতে অংশ নেন। খবর ডেইলি সাবাহর।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিস সাহিন নামের এক তুর্কি নাগরিকের একটি পোস্ট ভাইরাল হয়। সেই পোষ্টে তিনি লেখেন, দুর্দান্ত একটি আইডিয়া পেয়েছি। মুসলিম দেশ হিসেবে আমরা ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি পাই। বৃক্ষরোপণের জন্য একটি সরকারি ছুটি হলে কেমন হয়? আসুন দেশের ৮ কোটি ২০ লাখ মানুষ একসঙ্গে ওই দিনটিতে গাছ লাগাই। পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি সবুজ পৃথিবী রেখে যেতে চাই। এনিস সাহিনের এই পোস্টে নজর পড়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের।তারপরই এনিসকে এমন আইডিয়ার জন্য ধন্যবাদ জানান প্রেসিডেন্ট এরদোয়ান। প্রতি বছর ১১ নভেম্বরকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করেন তিনি। এবারের কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে এক কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৭০৮টি গাছের চারা বিতরণ করা হয়।
আরো পড়ুন:
১। ইহুদিবাদী ইসরাইলের ভূমিতে উৎপাদিত সব ধরনের পণ্য নিষিদ্ধ করেছে নরওয়ে সরকার।
২। আরবরা খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে বৃহৎ ফিলিস্তিন ও স্বাধীনতা হারিয়েছে।
৩। গরিব মানুষের ভোগান্তির জন্য আল্লাহর কাছে শাসকদের জবাবদিহি করতে হবে: ইমরান খান।
৪। ঐতিহাসিক বাবরি মসজিদের ৫০০ বছরের ইতিহাস (নির্মাণ থেকে শহীদ)
৫। তুরস্কের অভিনব জান্নাতী মসজিদ দেখুন।
২। আরবরা খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে বৃহৎ ফিলিস্তিন ও স্বাধীনতা হারিয়েছে।
৩। গরিব মানুষের ভোগান্তির জন্য আল্লাহর কাছে শাসকদের জবাবদিহি করতে হবে: ইমরান খান।
৪। ঐতিহাসিক বাবরি মসজিদের ৫০০ বছরের ইতিহাস (নির্মাণ থেকে শহীদ)
৫। তুরস্কের অভিনব জান্নাতী মসজিদ দেখুন।

