মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান হাসান রুহানীর

আমেরিকার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তেহরানে একটি আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ কালে এ আহ্বান জানান তিনি।



রুহানি বলেন, ‘আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমাদের কাছে মাথা নত করা হলে সেটি হবে আমাদের ধর্মের সঙ্গে এবং এই অঞ্চলের আগামী প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসবাদ, আগ্রাসনের বিরুদ্ধে সৌদি জনগণের স্বার্থ সুরক্ষায় প্রস্তত এবং এটা করার জন্য আমরা ৪৫০ বিলিয়ন ডলার চাই না।’ আমেরিকাকে অপরাধী উল্লেখ করে তাদের জন্য লাল গালিচা সংবর্ধনা দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অপরাধীদের জন্য লাল গালিচা সংবর্ধনা অথবা অবিচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান, আমাদের নবী (সা.), কোরআন ও ইসলামের প্রতি অবিচল বিশ্বাসের যেকোনো একটি বেছে নিতে হবে আমাদের।’

ট্রাম্পকে যে কারনে বিশ্বাস করে না ইরান:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য আমেরিকার সঙ্গে সংলাপে বসা অর্থহীন; কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কোনো ব্যক্তি নন যার ওপর আস্থা রাখা যায়। ইতালি সফররত জারিফ বৃহস্পতিবার রাতে চতুর্থ ‘মেডিটেরিনিয়ান ডায়লাগ’-এ অংশ নিয়ে একথা বলেন। তিনি বলেন, বহির্বিশ্বের সঙ্গে কোনো চুক্তি সই করে ইরান তা থেকে কখনো বেরিয়ে যায়নি। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান। সেইসঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে আমেরিকা ছাড়া ওই সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো এই আন্তর্জাতিক চুক্তি মেনে চলা হবে বলে প্রতিশ্রুতি দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজনীয় গ্যারান্টি ছাড়া আমেরিকার সঙ্গে সংলাপে বসে কোনো লাভ হবে না এবং ট্রাম্প প্রশাসনের কাছ থেকে সেরকম কোনো গ্যারান্টিও আশা করা যায় না ।