সব ঘর পুড়ে গেলেও পুড়েনি ওই একটি ঘর, কারণ এই ঘরে ছিলো কুরআনুলা কারীম। ঘটনাটা ঘটেছে মিশরের কায়রোর আল-রোই'আই এলাকায়...
এখানে ৬ তালা বাড়ির সবগুলো তালার সবগুলো ফ্ল্যাট পুড়ে গেছে, শুধু ৩য় তালার একটি ফ্ল্যাট ছাড়া। সাংবাদিক সেই ফ্ল্যাটে গিয়ে জানতে পারলেন; ফ্ল্যাটটিতে ব্যবসায়িক বা অন্য কোন কারণে বেশ কিছু সংখ্যক ক্বুরআনুল কারীমের কপি ও তাফসীরুল ক্বুরআনের কপি ছিল। এবং আগুন লাগার বিশেষ ঐ সময়ে বাড়ির বাচ্চারা 'হিফযের উদ্দেশ্যে ক্বুরআন পড়ছিল, এবং আগুনের কথা শুনে মুসহাফ খোলা রেখেই দৌড়ে নেমে যায়। সুব'হানাল্লাহিল 'আযীম, আল্লাহু আকবার!
[সূত্র আল জাজিরা]
এখানে ৬ তালা বাড়ির সবগুলো তালার সবগুলো ফ্ল্যাট পুড়ে গেছে, শুধু ৩য় তালার একটি ফ্ল্যাট ছাড়া। সাংবাদিক সেই ফ্ল্যাটে গিয়ে জানতে পারলেন; ফ্ল্যাটটিতে ব্যবসায়িক বা অন্য কোন কারণে বেশ কিছু সংখ্যক ক্বুরআনুল কারীমের কপি ও তাফসীরুল ক্বুরআনের কপি ছিল। এবং আগুন লাগার বিশেষ ঐ সময়ে বাড়ির বাচ্চারা 'হিফযের উদ্দেশ্যে ক্বুরআন পড়ছিল, এবং আগুনের কথা শুনে মুসহাফ খোলা রেখেই দৌড়ে নেমে যায়। সুব'হানাল্লাহিল 'আযীম, আল্লাহু আকবার!
[সূত্র আল জাজিরা]

