ইহুদিবাদী ইসরাইলের ভূমিতে উৎপাদিত সব ধরনের পণ্য নিষিদ্ধ করেছে নরওয়ে সরকার

ইহুদিবাদী ইসরাইলের ভূমিতে উৎপাদিত সব ধরনের পণ্য নিষিদ্ধ করেছে নরওয়ে। এছাড়াও ইসরাইলের সকল সেবা গ্রহণের ওপরও একটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


এর আগে নরওয়ের সমাজতান্ত্রিক বাম, সবুজ ও শ্রম দলসমূহ একমত হয় যে, কোনো দেশ নিজের ক্ষমতা চর্চা করে অন্য দেশের জয়গা দখল করে পণ্য উৎপাদন করলে সেই পণ্য ক্রয় করতে কোনো চুক্তি করবে না তারা।

নরওয়ের সমাজতান্ত্রিক বাম দলের অসলো চ্যাপ্টার এবং অসলো সিটি কাউন্সিল গ্রুপের নেতা সুন্নিবা এইডসভল বলেন, ফিলিস্তিন’র জনগণ নিজদের ভূমি রক্ষা করতে প্রতিদিন অবৈধ দখলদারদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে। আন্তর্জাতিক মনোযোগ এবং সমর্থন পাওয়ার যোগ্য তারা।

মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না হয়, তা নিশ্চিত করতে সহায়তা করা একটি যৌথ বৈশ্বিক দায়িত্ব বলে মনে করেন সুন্নিবা এইডসভল। তিনি বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অসলো একটি ভালো পদক্ষেপ নিয়েছে। এতে আমি গর্বিত।